ওয়েব ডেস্ক : পৃথিবীতে ডায়নোসর প্রজাতির প্রাণী যে ছিল তা ইতিমধ্যেই বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমানিত। কিন্তু, সমস্যা একটাই এই প্রজাতীর প্রাণীরা পৃথিবীর বুকে আদপে কতদিন আগে ছিল তা নিয়ে রয়েছে নানা অভিমত। তবে, সে অভিমত যাই হোক না কেনও, ভারতে নতুন করে আবিস্কার হয়েছে ডায়নোসরের পায়ের ছাপ। ভূ-তত্ববিদদের মতে ইউব্রোনটিস গ্লেনেরোনসেনসিস থেরোপড প্রজাতির এই ডায়নোসরটি আনুমানিক ১৫০ লাখ বছর আগে বর্তমান ভারত ভূখণ্ডে বসবাস করত। সেই সময়কারই ওই পায়ের ছাপটি উদ্ধার করা হয়েছে জয়সলমেরের থাইয়ত এলাকা থেকে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন এই প্রজাতির ডায়নোসররা সাধারণভাবে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উচ্চতার হত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এর আগে এই প্রজাতির ডায়নোসরের জীবাশ্ম ফ্রাস, পোল্যান্ড, স্লোভাকিয়া, ইতালি, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকাতে পাওয়া গেছে। অন্যদিকে, ডায়নোসরের ডিম, দাঁতের পাটি ও হাড় উদ্ধার করা হয়েছে ভারত থেকে। তবে, এই প্রজাতির ডায়নোসরের পায়ের ছাপ এই প্রথম ভারতের মাটি থেকে উদ্ধার করা হল।