ওয়েব ডেস্ক: সাংঘাতিক! একটা দুটো নয়, একটি বাড়ি থেকে পাওয়া গেল ১৫০টি সাপ! এক রাতের মধ্যে বাড়ি থেকে এতগুলো সাপ খুঁজে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের লখিমপুর জেলায় ওই বাড়িটি থেকে ১৫০টি সাপ উদ্ধার হল। রবিবার হঠাত্‌ই ওই বাড়ির লোকজনেরা সাপের আনাগোনা টের পান। তখনই তাঁরা পুলিস এবং বনদফতরে খবর দেন। বনদফতরের লোকেরা রাতে বাড়িটি থেকে ১৫০টিরও বেশি সাপ উদ্ধার করেছে।


এই প্রসঙ্গে ডেপুটি ইনস্পেক্টর আর.কে রাই জানিয়েছেন যে, যে বাড়ি থেকে সাপগুলি পাওয়া গিয়েছে, বাড়িটি বেশ পুরনো। বাড়ির দেওয়ালের গর্ত দিয়েই সাপগুলো ভিতরে ঢুকেছে বলে অনুমান করা হচ্ছে। সাপগুলিকে উদ্ধার করার পর কাছের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে।