ওয়েব ডেস্ক: আটান্ন লক্ষ কেন্দ্রীয় সরকারী পেনশনভোগীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশন লাগু হওয়ায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার ন্যূন্যতম পেনশন হবে ৯ হাজার টাকা যা আগের থেকে ১৫৭.১৪ শতাংশ বেশি। এর আগে ন্যূন্যতম পেনশন ছিল ৩,৫00 টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পার্সোনেল, পাবলিক গ্রিভান্স ও পেনশন মন্ত্রক ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা সপ্তম বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করেছে। বর্তমানে গ্র্যাচুয়িটির সিলিং-এর মাত্রাও ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে।


আরও পড়ুন- সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর কেন্দ্রের, আরও বাড়ল রাজ্য-কেন্দ্র DA-এর ফারাক


সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পেনশনের সর্বোচ্চ সীমা হতে চলেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা কেন্দ্রীয় সরকারের দেওয়া সর্বোচ্চ মাইনের অর্ধেক। প্রসঙ্গত, ২০১৬ , সালের ১লা জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বোচ্চ বেতন হবে ২,৫০,০০০ টাকা।


আরও পড়ুন- সপ্তম পে কমিশনের সুপারিশ সম্পর্কে যে তথ্যগুলি আপনাকে জানতেই হচ্ছে!