নিজস্ব প্রতিবেদন: রাজ্যে অব্যাহত দলবদল। দিল্লিতে দার্জিলিং পুরসভার ১৭জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। ফলে আরও একটি পুরসভা দখলে এল গেরুয়া শিবিরের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দার্জিলিঙে জিএনএলএফ ও মোর্চা জোটের প্রার্থী রাজু বিস্ত পদ্ম প্রতীকে দাঁড়িয়ে জিতেছেন। শনিবার রাজু বিস্তের নেতৃত্বে দার্জিলিং পুরসভার ১৭ জন মোর্চা কাউন্সিলর নাম লেখালেন গেরুয়া শিবিরে। তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। এর ফলে দার্জিলিং পুরসভাও চলে গেল বিজেপির দখলে।



মুকুল রায়ের কথায়,''দার্জিলিং পুরসভার সব কাউন্সিলরই চলে এলেন বিজেপিতে। আমরাই সংখ্যাগরিষ্ঠ। কয়েকদিনের মধ্যেই চেয়ারম্যান ঠিক করা হবে। দার্জিলিঙে তৃণমূলের অত্যাচারের প্রতিবাদে পাহাড়ে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিক্ষোভ দেখাবে বিজেপি। জনাদেশ মমতার বিপক্ষে চলে গিয়েছে। আজ হোক বা কাল বিধানসভা ভোটে বিরোধী দলের তকমা পাবে না তৃণমূল। বাংলায় এখন গণতন্ত্র বাঁচানোর লড়াই চলছে''।