ওয়েব ডেস্ক : পেশায় লজেন্স বিক্রেতা। বাড়ি বাড়ি ঘুরে লজেন্স বিক্রি করেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টেই ১৮ কোটি! নজরে আসতেই নড়েচড়ে বসেছে আয়কর দফতর। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, ওই লজেন্স বিক্রেতার দাবি তিনি ওই টাকার বিন্দুবিসর্গ কিছু জানেন না। জানেন না, এই বিশাল পরিমাণ টাকা কোথা থেকে এল। বেশ কিছু সন্দেহভাজন লেনদেন আয়করের নজরে আসার পরই নোটিস পাঠানো হয় ওই লজেন্স বিক্রেতাকে। এর পিছনে ব্যাঙ্কের অসাধু আধিকারিকদের হাত রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।  গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আয়কর দফতর।


আরও পড়ুন, 'ভারত অধিগৃহীত কাশ্মীর'! কংগ্রেসের বুকলেট ঘিরে জোর বিতর্ক