ওয়েব ডেস্ক: রাজস্থানে প্রবল ধূলিঝড়ে নিহত ২৭। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে মরুরাজ্যের একাধিক জেলার ওপর দিয়ে বয়ে যায় আঁধি। ঝড়ে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব রাজস্থানের আলোয়ার, ধওলপুর, ভরতপুর জেলা। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বিদ্যুত্ সংযোগ ব্যবস্থা। উপড়ে গিয়েছে একাধিক গাছ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রবীণ নাগরিকদের মাসে ১০,০০০ টাকা পেনশন দেবে মোদী সরকার


সব থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভরতপুর জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। গত বিদ্যুত্ বিচ্ছিন্ন আলোয়ার জেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানিয়েছেন, 'ঝড়বিধ্বস্ত প্রতিটি জেলার প্রশাসনিক আধিকারিকদের যথা সম্ভব সাহায্যের নির্দেশ দিয়েছি।' 


ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধূলিঝড়ের প্রভাব পড়েছে দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশেও।