রমজানের মধ্যেই কাশ্মীরে সেনার দুর্ঘটনাগ্রস্ত ট্রাক লক্ষ্য করে পাথরবৃষ্টি, আহত ১৯ জওয়ান
রমজানে অস্ত্রবিরতির মধ্যেই সেনার দুর্ঘটনাগ্রস্ত ট্রাক লক্ষ্য করে ইঁটবৃষ্টি। শ্রীনগর শহরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন সেনা জওয়ান।
নিজস্ব প্রতিবেদন: রমজানে অস্ত্রবিরতির মধ্যেই সেনার দুর্ঘটনাগ্রস্ত ট্রাক লক্ষ্য করে ইঁটবৃষ্টি। শ্রীনগর শহরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন সেনা জওয়ান।
রবিবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ শ্রীনগরের শ্যাম লাল পেট্রোল পাম্পের কাছে উলটে যায় সেনার ট্রাকটি। সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয়রা। ঘটনায় ১৯ জন সেনা জওয়ান আহত হয়েছেন।
যুদ্ধই পাকিস্তানের বিরুদ্ধে শেষ অস্ত্র, মন্তব্য অমিত শাহ-র
রমজান উপলক্ষে শান্তি ও সম্প্রীতির পরিবেশ কায়েম রাখতে কাশ্মীকে অস্ত্রবিরতি ঘোষণা করেছে নয়া দিল্লি। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা গুলি না চালালে গুলি চালাবে না তারাও। এদিনের ঘটনায় মোদী সরকারের সেই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গেল।