নিজস্ব প্রতিবেদন: শনিবার ভারতে ২,৬৮,৮৩৩টি নতুন কোভিড -19 সংক্রমণের খবর পাওয়া গেছে, যা আগেরদিনের তুলনায ১.৮ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটি দেশের ক্রমবর্ধমান কেসলোডকে বাড়িয়ে নিয়ে গেল ৩,৬৮,৫০,৯৬২-তে। এর মধ্যে ৬০৪১টি ওমিক্রন কেস রয়েছে যা করোনাভাইরাসের উচ্চ সংক্রমণযোগ্য রূপ।


সারা দেশে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩,৪৯,৪৭,৩৯০ জন। গত ২৪ ঘন্টায় মোট ১,২২,৬৮৪ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার এখন ৯৪.৮৩ শতাংশ।


ভারতের সক্রিয় কেসলোড বর্তমানে ১৪,১৭,৮২০। গত ২৪ ঘন্টায়, সক্রিয় কেস ১,৪৫,৭৪৭টি বেড়েছে। দৈনিক ইতিবাচকতার হার ১৬.৬৬ শতাংশে দাঁড়িয়েছে যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার হার ছিল ১২.৮৪ শতাংশ।


আরও পড়ুন:  UP Election 2022: নির্বাচন ঘোষণা হতেই অযোধ্যায় রাম মন্দিরের কাজে গতি!


সব রাজ্যের মধ্যে, মহারাষ্ট্রে সর্বাধিক ৪৩,২১১টি কোভিড -19 কেস রিপোর্ট করা হয়েছে। এরপরে কর্ণাটকে ২৮,৭২৩টি কেস, দিল্লিতে ২৪,৩৮টি কেস, তামিলনাড়ুতে ২৩,৪৫৯টি কেস এবং পশ্চিমবঙ্গে ২২,৬৪৫টি কেস রয়েছে।


এই পাঁচটি রাজ্য শনিবার রিপোর্ট করা কেস দৈনিক নতুন কেসের ৫২.৯৭ শতাংশ। নতুন কেসের ১৬.০৭ শতাংশ রিপোর্ট করা হয়েছে মহারাষ্ট্র থেকে।


গত ২৪ ঘন্টায়, ৪০২ জনের মৃত্যু হয়েছে কোভিড-এ। মোট রিপোর্ট করা মৃত্যুর সংখ্যা বেড়ে ৪,৮৫,৭৫২ হয়েছে। কেরালায় সর্বাধিক হতাহতের খবর পাওয়া গেছে (১৯৯), তারপরে দিল্লিতে ৩৪ জন মারা গেছে।


স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ভারতে ১৬,১৩,৭৪০টি পরীক্ষা হয়েছে।


গত ২৪ ঘন্টায় মোট ৫৮,০২,৯৭৬টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর ফলে মোট টিকাকরনের সংখ্যা হল ১,৫৬,০২,৫১,১১৭।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)