ওয়েব ডেস্ক: একেবারে মন্ত্রীর স্ত্রীকে ব্ল্যাকমেইল। দু কোটি টাকা ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। পুলিসের দ্বারস্থ বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের স্ত্রী ভারতী সিং। আজই প্রদীপ চৌহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতী।


তাঁর অভিযোগ, ভাইপোর বন্ধু প্রদীপের তাঁর বাড়িতে যাতায়াত ছিল। সেইসূত্রেই তাঁর সঙ্গেও আলাপ। দুজনের মধ্যের কথাবার্তা রেকর্ড প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ভারতীর কাছে দু কোটি টাকা দাবি করে প্রদীপ। ভি কে সিংয়ের সম্মানহানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভারতীর আশঙ্কা, তাঁদের কথাবার্তার রেকর্ড বিকৃত করা হয়েছে। FIR দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।