সংবাদদাতা : সন্দেহভাজন ২ আইসিস জঙ্গিকে গ্রেফতার করল গুজরাত এটিএস। তাদের ১০ দিনের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে। ধৃতদের নাম উবেদ আহমেদ মির্জা এবং মহম্মদ কাশিম। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-র বি, ১২১-এর এ এবং ১২৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আজব পতঙ্গ ঘিরে আতঙ্ক, ভাইরাল ভিডিও 


সূত্রের খবর, সন্দেহভাজন ওই ২ আইসিস জঙ্গি গুজরাতের আহমেদাবাদে হামলা চালানোর পরিকল্পনা করছিল। গত ৩-৪ বছর ধরে গুজরাত সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছিল উবেদ আহমেদ মির্জা এবং মহম্মদ কাশিম নামে ওই ২ যুবক। আগামী ৬ নভেম্বর পর্যন্ত ওই ২ যুবককে জেরা করা হবে বলে খবর।


আরও পড়ুন : ফুটবল বিশ্বকাপের আগে হুমকি আইসিস-এর 


জানা যাচ্ছে, পেশায় আইনজীবী উবেদ মির্জা এবং ইকো কার্ডিয়াম টেকনিশিয়ান মহম্মদ কাশিমের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু করেছে এটিএস। সেই সঙ্গে আহমেদাবাদ এবং সুরাতের পাশাপাশি আর কোথায় কোথায় জাল বিস্তার করেছে জঙ্গিদের ওই চাঁই, সে বিষয়েও জোর তল্লাশি শুরু হয়েছে।