নিজস্ব প্রতিবেদন: নাবালিকা গণধর্ষণে ২ মাসের মধ্যে সাজা হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মান্দসৌরে ৮ বছরের নাবালিকা ধর্ষণে দোষীদের ফাঁসির সাজা শোনাল বিশেষ আদালত। গত ২৬ জুন দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী ধর্ষিতা হয়। স্কুলের সামনে মায়ের জন্য অপেক্ষা করার সময় তাকে অপহরণ করে ইরফান ও আসিফ নামে ২ যুবক। ধর্ষণের পর তাকে গলা কেটে খুনের চেষ্টাও করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্যাতনের গুরুতর জখম হয় ওই নাবালিকা। তার গলায় ও গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগে। 


সিসিটিভির ছবির ভিত্তিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস। ঘটনার পর মধ্যপ্রদেশ জুড়ে বিক্ষোভের ঝড় ওঠে। দোষিদের ফাঁসির দাবিতে সোচ্চার হন হাজার হাজার মানুষ। কংগ্রেসের অভিযোগ ছিল, সুবিচার দেওয়ার বদলে হাত গুটিয়ে বসে আছে শিবরাজ সরকার। 


ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন করে মধ্যপ্রদেশ সরকার। গত মাসেই ২ অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে আদালতে ৫০০ পাতার চার্জশিট পেশ করে তারা। সঙ্গে বিচারকের সামনে পেশ করা হয় ঘটনাস্থল থেকে উদ্ধার নির্যাতিতার চুলের নমুনাও। পেশ করা হয় সিসিটিভি ফুটেজ। 


স্যুটকেস-আলমারিতে সন্তান, ফ্রিজে স্ত্রী, গৃহকর্তা ঝুলছেন সিলিং ফ্যানে


মামলাটির দ্রুত শুনানির অনুরোধ জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজসিং চৌহান। দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হন তিনিও। মামলাটির দ্রুত নিষ্পত্তির অনুরোধ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি লেখেন শিবরাজ।