নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Sopian) শনিবার রাতভর সেনা-জঙ্গি এনকাউন্টারে (Encounter) খতম হয়েছে দুই জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান।  হোলির দিনই রক্তাক্ত উপত্যকা। সূত্রের খবর, আহত অবস্থায় আরও এক জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বুকে ফের অস্বস্তি, সেনা হাসপাতাল থেকে AIIMS-এ আনা হল রাষ্ট্রপতি Kovind-কে


আধিকারিকরা জানান, দক্ষিণ কাশ্মীরের (Kashmir)  সোপিয়ান জেলার ওয়াংগাম গ্রামে রাতভর সেনা-জওয়ানদের (Army-Terrorists) মধ্যে গুলির লড়াই চলে। শনিবার রাতে কাশ্মীর জোন পুলিসের তরফে টুইটে জঙ্গি নিকেশের কথা নিশ্চিত করা হয়। একইসাথে একটি পিস্তল ও AK-47 সহ ৩টি আগ্নেয়াস্ত্র (Fire weapons) উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত এলাকা জুড়ে তল্লাসি চালাচ্ছে সেনাবাহিনী।


আরও পড়ুন: খোদ পুলিসের বাড়িতেই লুঠ করতে এসে দেদার ঘুম দুষ্কৃতির


প্রসঙ্গত, সোপিয়ানে জঙ্গিমূলক কার্যকলাপ অনুসন্ধান করে আগেই সেনা ও CRPF জওয়ানরা মিলে অভিযান চালায় । দুই থেকে তিনজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে নিশ্চিত ছিলেন পুলিস আধিকারিকরা। চলতি মাসে এই নিয়ে ৩ বার এনকাউন্টার হল। গত দুই এনকাউন্টারে মোট ৬ জন জঙ্গি খতম হয় যাদের মধ্যে একজন জইশ গোষ্ঠীর কমান্ডার ছিলেন।