নিজস্ব প্রতিবেদন: জম্মু- কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি। নিরাপত্তা বাহিনী জীবন্ত অবস্থায় হাতেনাতে ধরেছে আরও এক জঙ্গি জাহিদ দাসকে।
এই জাহিদ গত সপ্তাহে সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালিয়েছিল। একটি ৬ বছরের শিশুকেও খুন করেছিল এই জাহিদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিশ্বস্ত গোপন সূত্রের ভিত্তিতে ওয়াঘামা গ্রামে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
শুক্রবার অনন্তনাগে পাদশাহি বাগ ব্রিজের কাছে ৬ বছরের নিহান ভাট ও এক সিআরপিএফ জওয়ান শহীদ হন জঙ্গির গুলিতে।


 


আরও পড়ুন:নিষিদ্ধ চিনা অ্যাপ উইবোতে মোদীর ২ লাখ ৪০ হাজার ফলোয়ার্স!


এই ঘটনার পর জাহিদ দাসের ফটো প্রকাশ করে তাকে আইএসজেকে সংগঠনের জঙ্গি বলে ঘোষণা করে পুলিস। তারপর থেকেই জাহিদ দাসকে খুঁজছিল পুলিস। তার সন্ধান পেয়েই আজ যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
গতকালই হিজবুল কমান্ডার মাসুদ সহ তিন জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। যার মারফত ডোডা জেলাকে সন্ত্রাসী মুক্ত ঘোষণা করা হয়েছিল।
কাশ্মীর পুলিসের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন গত সাড়ে ৫ মাসের মধ্যে উপত্যকায় ১০০ জনেরও বেশি জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।