জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচন (2022 Indian presidential election) ঘিরে সোমবার সংসদ থেকে রাজ্য বিধানসভায় উত্তেজনা তুঙ্গে। এনডিএ-র (NDA) প্রার্থী, জনজাতি সম্প্রদায়ভুক্ত মহিলা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং বিরোধীদের প্রার্থী প্রাক্তন আমলা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি


  • মোট ভোটার: ৪ হাজার ৮০৯ জন

  • রাজ্যসভার সাংসদ: ২৩৩ জন

  • লোকসভার সাংসদ: ৫৪৩ জন

  • মোট বিধায়ক: ৪ হাজার ৩৩ জন

  • মোট ভোটমূল্য: ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১

  • বিধায়কদের ভোটের মোট মূল্য: ৫ লক্ষ ৪৩ হাজার ২৩১

  • সাংসদদের ভোটের মোট মূল্য: ৫ লক্ষ ৪৩ হাজার ২০০


রাষ্ট্রপতি নির্বাচনে এরাজ্যের ভোট চিত্র


  • তৃণমূলের ২১৬ জন বিধায়ক (প্রয়াত সাধন পাণ্ডের আসল ফাঁকা)

  • তৃণমূলের রাজ্যসভার সাংসদ ১৩ জন

  • তৃণমূলের লোকসভার সাংসদ ২১ জন

  • তৃণমূলের ১৯ জন সাংসদ এবং সব বিধায়করা রাজ্য বিধানসভায় ভোট দেবেন

  • তৃণমূলের দুই সাংসদ, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দিল্লিতে ভোট দেবেন 

  • বিরোধী দল বিজেপির ৭৫ জন বিধায়ক

  • বিজেপি বিধায়করা রাজ্য বিধানসভায় ভোট দেবেন 

  • বিজেপি সাংসদরা দিল্লিতে ভোট দেবেন 


অনেকেই ক্রস ভোটিংয়ের আশঙ্কা করছেন। যদিও শাসকদল তৃণমূল (TMC) সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। আগেভাগে শনিবার রাতেই বিধায়কদের হোটেলে নিয়ে যায় বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের হোটেল বা রিসর্ট পলিটিক্স নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)