নিজস্ব প্রতিবেদন : তুষার ধসে মৃত্যু হল ৩ সেনা জওয়ানের। আহত একজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, বুধবার আফগানিস্থান ও তাজাকিস্থান সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল তীব্র ভুমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের প্রভাব পড়ে জম্মু ও কাশ্মীর সহ উত্তরের একাধিক রাজ্যে। এরপরই কাশ্মীরের বারামুলা, কুপওয়ারা, সোপিয়ান, বান্দিপোর, কার্গিল সহ একাধিক এলাকায় তুষার ধসের সতর্কতা জারি করা হয়। এ দিন সকালে হঠাত্ই মাছিল সেক্টরের একটি সেনা ক্যাম্পের সামনে তুষার ধস নামে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেখানে কর্তব্যরত জওয়ানরা এই দুর্ঘটনার জন্য তৈরি ছিলেন না। চলছে উদ্ধারকাজ। সেই সঙ্গে প্রতিটি ক্যাম্পকে আরও সতর্ক করা হয়েছে।


আরও পড়ুন- স্কুলে শৌচাগার থেকে উদ্ধার ছাত্রের দেহ, উত্তাল দিল্লি