ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রালে সেনাবাহিনীর গুলিতে ৩ হিজবুল জঙ্গির মৃত্যু হল।


গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতরাতে দাদসারা এলাকায় তল্লাসি অভিযানে যায় নিরাপত্তারক্ষীরা। আত্মরক্ষায় গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে থাকে সেনা জওয়ানরা। রাত ভোর চলে গুলির লড়াই। মৃত ৩ জঙ্গির পরিচয় জানতে পেরেছে সেনা। তারা হল আশিক হুসেইন ভাট, মহম্মদ ইসাক পারে এবং আসিফ আহমেদ মির। গতবছর উধমপুরে বিএসএফের কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল আশিক হুসেইন ভাট। সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩টি AK47 রাইফেল, সঙ্গে প্রচুর গোলাগুলি।