স্বাধীনতা দিবসে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাল পাকিস্তান, ভারতীয় সেনার পাল্টা জবাবে হত তিন পাক সেনা
কেজি সেক্টরের নাঙ্গি টেকরি অঞ্চলেও শান্তি বিঘ্নিত করে পাক সেনা। কোনও কারণ ছাড়াই পাকিস্তানের দিক থেকে ছুটতে শুরু করে গুলি।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাক সীমান্ত। জম্মু ও কাশ্মীরের উড়ি ও রাজৌরির কাছে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তানের সেনা। তারপরে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার পাল্টা গুলিতে ৩ পাক সেনার মৃত্যু হয়।
কেজি সেক্টরের নাঙ্গি টেকরি অঞ্চলেও শান্তি বিঘ্নিত করে পাক সেনা। কোনও কারণ ছাড়াই পাকিস্তানের দিক থেকে ছুটতে শুরু করে গুলি।
এরপরেই জবাব দিতে নামে ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে তিন পাকিস্তানি সেনার মারা গিয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে পাকিস্তান সেনার দাবি ভারতের দিক থেকেই শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছে। পাকিস্তানের সেনার দাবি, পাঁচ ভারতীয় সেনা তাদের গুলিতে মারা গিয়েছে। পাকিস্তানের সেনার এই দাবিকে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনায় কোনও হতাহতের ঘটনা হয়নি বলেই জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুসারে জম্মু ও কাশ্মীরে যখন স্বাধীনতা দিবসের উদযাপন চলছে, তখনই পাকিস্তানের দিক থেকে ছুটে আসে গুলি।