দিল্লিতে গ্যাং ওয়ার, মৃত কমপক্ষে ৩
সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে সোমবার খুন হলেন ৩ জন। আহত কমপক্ষে ৫। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিসবাহিনী।
জানা গেছে, সোমবার সকালে বুরারি এলাকায় সংঘর্ষ বাধে গোগী গ্যাং ও টিল্লু গ্যাংয়ের মধ্যে। এরপর শুরু হয় গুলির লড়াই। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। রাস্তায় স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজন। তাদের চিকিত্সা চলছে।
তদন্তে নেমে পুলিস প্রাথমিক ভাবে জানতে পেরেছে, এলাকা দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ বাধে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাসি।
আরও পড়ুন- নীতির বৈঠকে ঋণ মকুব ও কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে সরব মমতা