নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে সোমবার খুন হলেন ৩ জন। আহত কমপক্ষে ৫। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিসবাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, সোমবার সকালে বুরারি এলাকায় সংঘর্ষ বাধে গোগী গ্যাং ও টিল্লু গ্যাংয়ের মধ্যে। এরপর শুরু হয় গুলির লড়াই। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। রাস্তায় স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজন। তাদের চিকিত্সা চলছে।


 



তদন্তে নেমে পুলিস প্রাথমিক ভাবে জানতে পেরেছে, এলাকা দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ বাধে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাসি।


আরও পড়ুন- নীতির বৈঠকে ঋণ মকুব ও কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে সরব মমতা