পুলওয়ামায় সেনা এনকাউন্টারে খতম ৩ জইশ জঙ্গি
জানা গিয়েছে, শেষ সাত দিনে মোট ছ’জন জঙ্গিকে খতম করল সেনা। জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হল তিন জইশ জঙ্গি। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার অবন্তিপুরায়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। এই সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘণ্টা চারেক ধরে টানা গুলির লড়াই চলে সেনা ও জঙ্গিদের মধ্যে। দীর্ঘ গুলির লড়াইয়ের পর সেনাবাহিনীর গুলিতে খতম হয় তিন জঙ্গি। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলে এই গুলির লড়াই। সেনার গুলিতে খতম হওয়া জঙ্গিদের নাম নাভিদ তাক, হামিদ লোন ওরফে হামিদ লেলহারী এবং জুনাইদ ভাট।
আরও পড়ুন: রাজৌরিতে জঙ্গিদের গুলিতে শহিদ এক সেনা অফিসার
জানা গিয়েছে, শেষ সাত দিনে মোট ছ’জন জঙ্গিকে খতম করল সেনা। জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে। পুলওয়ামায় জায়গায় জায়াগায় তল্লাশি চালাচ্ছে পুলিস।