নিজস্ব প্রতিবেদন: উত্তাল উপত্যকায় ফের রক্ত ঝড়লো। বিগত কয়েকদিন ধরেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছিল জঙ্গিদের। এবার তিন সশস্ত্র জঙ্গিকে খতম করল সেনা। নৌশেরা লাইন অব কন্ট্রোল এবং জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় গুলির লড়াইয়ের পর তিন জঙ্গিকে নিকেষ করেছে সেনাবাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাবা-মাকে ছেড়ে আলাদা সংসার পাতার চাপ দিলে ডিভোর্স দিতে পারেন স্ত্রীকে, মন্তব্য আদালতের


পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে একদল জঙ্গি কালাল গ্রামের কাছে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তখনই বাধে ধুন্ধুমার। অবশেষে তিন জঙ্গিকে গুলিবিদ্ধ করে সেনা। গতকালও অনন্তনাগে পুলিসের সঙ্গে গুলির লড়াই চলেছিল জঙ্গিদের। ফের আজ এমন ঘটনা। এছাড়াও দুদিন আগেই রাজপোরা এলাকার আয়গুন্ডে ৪৫ কেজি আইইডি বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করেছিল সেনা। যার জেরে বানচাল হয়েছিল জঈশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের নাশকতার ছক। বেশ কিছু দিন ধরে এভাবেই নতুন করে জঙ্গি কার্যকলাপ মাথা চাড়া দিয়ে উঠেছে জম্মু-কাশ্মীরে। হিজবুল মুজাহিদিন কম্যান্ডার রিয়াজ় নায়কুকে নিকেষ করা হয়। তবে, গত দু’মাসে সেনার উচ্চ পদস্থ অফিসার-সহ ৩০ নিরাপত্তারক্ষীর শহিদ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৮ জঙ্গির।