নিজস্ব প্রতিবেদন: ভয়াল হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভ। এবার কাঁটাতারেও করোনার হানা। বিএসএফ জওয়ানদের মধ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর যাকে ঘিরে নতুন করে তৈরি হচ্ছে উদ্বেগ। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় ৩১১ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে ১৩৬২ জন বিএসএফ জওয়ান সক্রিয়ভাবে করোনা আক্রান্ত। মোট ১৬ হাজার ১৫০ জন সেনা করোনা আক্রান্ত হন যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৩৯ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:একদিনে ফের করোনা সংক্রমণে নয়া রেকর্ড, নির্বাচনী জমায়েতে রাশ টানল High Court


যদিও অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যেমন সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, এনডিআরএফ এবং এনএসজির মধ্যে করোনা সংক্রমণের হার কম। কিন্তু বিএসএফ জওয়ানদের মধ্যে আক্রান্তের সংখ্যাটা নেহাতই কম নয়। রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২৮ জন সিআরপিএফ জওয়ান, ৪৩ জন সিআইএসএফ জওয়ান, ৮ জন এসএসবি, ৩১ জন আইটিবিপি জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের নিরিখেও এগিয়ে বিএসএফ জওয়ানরা। এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে সরকারের।