নিজস্ব প্রতিবেদন: তেলেঙ্গানায় খাদে বাস পড়ে মৃত্যু হল ৫২ জনের। মঙ্গলবার সকালে সেরাজ্যের জগতয়াল জেলর কোন্ডাগাট্টুতে একটি সরু রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটি। বাসটিতে ৬২ জন তীর্থযাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটি জগতয়াল ডিপো থেকে ছাড়ে। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি কোন্ডাগাট্টুতে পাহাড়ের চূড়ায় একটি মন্দিরে যাচ্ছিল। সরু রাস্তায় পিছলে বাসটি খাদে পড়লে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উদ্ধারকারীরা। এর পর একে একে হতাহতদের উদ্ধার করা হয়। তবে মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনো নির্দিষ্ট ভাবে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। এখনো পর্যন্ত ৫২ জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু বলে জানা গিয়েছে। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা থেকে পিছলে পড়ার পর ৪ বার পাক খায় বাসটি। ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। 


পাপা আমাকে ছ্যাকা দিয়েছে জানো? হায়দরাবাদে ছোট্ট শিশুর কথা শুনে চোখে জল উদ্ধারকারীদেরও


শেষ খবর পাওয়া পর্যন্ত শীর্ষ প্রশাসনিক কর্তাদের নজরদারিতে জোরকদমে চলছে উদ্ধারকাজ।