নিজস্ব প্রতিবেদন : ফের কম্পন। এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-চিন সীমান্ত। মঙ্গলবার ভোরে ৪.৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ভারত-চিন সীমান্তের বেশ কিছু অংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫.১৫ নাগাদ আচমকাই কেঁপে ওঠে ভারত-চিন সীমান্ত। কম্পনের আঁচ পেতেই মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ঘটনায় হতাহতের খবর মেলেনি। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে। পাশাপাশি মানুষ যাতে অযথা আতঙ্কিত হয়ে না পড়েন, তার জন্য প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছে।