ওয়েব ডেস্ক : খোলা জায়গায় মলত্যাগ করার জন্য জরিমানা করা হল ৪ লাখ টাকা। ঘটনাটি মধ্যপ্রদেশের। মোট ১৩টি পরিবারের উপর এই জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা ধার্য করেছে রাইসেন জেলার স্থানীয় প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে রাইসেন জেলার বীরপুর গ্রাম পরিদর্শনে যান সরকারি আধিকারিকরা। তখনই হাতেনাতে ধরেন ১৩টি পরিবারের সদস্যদের। যাঁরা প্রত্যেকেই মাঠে অথবা টিলার উপর প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন। ঘটনাস্থলেই তাদের উপর ৩ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন আধিকারিকরা।


অভিযোগ, প্রতিটি বাড়িতে শৌচালয় থাকলেও, তাঁরা খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়েছিলেন। বার বার সতর্ক করা সত্ত্বেও, তাঁদের অভ্যাসে কোনও পরিবর্তন ঘটেনি।


আরও পড়ুন, রাষ্ট্রপতি পদে সুষমা স্বরাজের নাম নিয়ে জল্পনা! উত্তর দিলেন তিনি...