নিজস্ব প্রতিবেদন: 


লোকসভা উপনির্বাচন ২০১৮ (মোট আসন-৪)
 উত্তরপ্রদেশ  মহারাষ্ট্র নাগাল্যান্ড
কৈরানা  আরএলডি (জয়ী) পালগর বিজেপি (জয়ী) নাগাল্যান্ড এনডিপিপি (জয়ী)
ভান্ডারা-গন্ডিয়া  এনসিপি (জয়ী)

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


বিধানসভা উপনির্বাচন ২০১৮ (মোট আসন-১১)
উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মেঘালয় কর্ণাটক ঝাড়খণ্ড পঞ্জাব কেরল বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ

নূরপুর


সমাজবাদী পার্টি (জয়ী)

থারালি


বিজেপি (জয়ী)

আম্পতি


কংগ্রেস (জয়ী)

রাজারাজেশ্বরী নগর


কংগ্রেস (জয়ী)

গোমিয়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চা  (জয়ী)

শাহকোট


কংগ্রেস (জয়ী)

চেঙ্গানুর


সিপিএম (জয়ী)

জোকিহাট


আরজেডি(জয়ী)

পালাস কাদেগাঁও


কংগ্রেস (জয়ী)

মহেশতলা


তৃণমূল (জয়ী)

সিল্লি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা  (জয়ী)

কৈরানা লোকসভা উপনির্বাচনে নবম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী মৃগঙ্ক সিং-র থেকে ২৬৯২৫ ভোটে এগিয়ে রয়েছেন আরএলডি দলের প্রার্থী তাবাসুম হাসান 


# ঝাড়খণ্ড বিধানসভা উপনির্বাচনে সিল্লি আসনে অষ্টম রাউন্ডের শেষে ৬৬২ ভোটে এগিয়ে রয়েছেন জেএমএম প্রার্থী সীমা দেবী  


# কেরল বিধানসভা উপনির্বাচনে চেঙ্গানুর আসনে সিপিএম প্রার্থী ৯৩৩৯ ভোটে এগিয়ে রয়েছেন


#উপনির্বাচনে গণনা শুরু হতেই যোগী রাজ্যে ধাক্কা খেল গেরুয়া শিবির। প্রথম রাউন্ডের শেষে যোগী রাজ্যে জোটের হাসি। উত্তর প্রদেশের নূরপুর বিধানসভা আসনে প্রথম রাউন্ডের শেষে পিছিয়ে বিজেপি।


# কৈরানায় ৩২ হাজার ভোটে এগিয়ে আরএলডি।


 # মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া  লোকসভা আসনে এগিয়ে এনসিপি।


# পালঘরে চতুর্থ রাউন্ড গণনার শেষে সাড়ে চার হাজার ভোটে এগিয়ে বিজেপি।


# কর্নাটকের আরআর নগর আসনে কংগ্রেস ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে।


# বিহারের জোকিহাটে জেডিইউ প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে আরজেডি।


উত্তর প্রদেশের নূরপুর বিধানসভা আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।


উত্তর প্রদেশের কৈরানায় এগিয়ে আরএলডি।


কর্নাটকের আরআর নগর আসনে এগিয়ে কংগ্রেস।


কেরলের চেঙ্গানুরে এগিয়ে কংগ্রেস।


মহারাষ্ট্রের পলুসকড়েগাঁও বিধানসভা আসনে জয়ী কংগ্রেস। মহারাষ্ট্রের পালঘর লোকসভা আসনে এগিয়ে শিবসেনা। উত্তরপ্রদেশে কৈরানা লোকসভা আসনে পিছিয়ে রয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে জোটের প্রার্থী। বিহারের জোকিহাট বিধানসভা আসনে এগিয়ে আরজেডি প্রার্থী।


 



দেশের ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ফল প্রকাশ। এগুলির মধ্যে রয়েছে এ রাজ্যের মহেশতলা বিধানসভা কেন্দ্র। লোকসভা আসনগুলি হল উত্তর প্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া ও পালঘর ও নাগাল্যান্ডের একমাত্র আসন।


বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে যেগুলিতে উপনির্বাচন হয়েছে সেগুলির মধ্যে রয়েছে কর্নাটকের রাজরাজেশ্বরী নগর আসন। এছাড়া আছে উত্তর প্রদেশের নূরপুর, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া ও সিল্লী, কেরলের চেঙ্গানুর, মেঘালয়ের অংপতি, পঞ্জাবের শাহকোট ও উত্তরাখণ্ডের থরালি কেন্দ্র। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে।