নিজস্ব প্রতিবেদন:  টেস্টে খারাপ ফল করেছিল ৪ ছাত্রী। স্কুলের শিক্ষকরা তাদের অভিভাবকদের ডেকে এই ওই খারাপ ফলের কথা বলেন। এতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ক্লাস টেনের ওই চার ছাত্রী শেষপ‌র্যন্ত আত্মহত্যার পথ বেছে নিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরের পানাপাক্কাম সরকারি স্কুলে। দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় খারাপ ফল করেছিল দীপা, মণীষা, শঙ্করী ও রেবতী। স্কুলের শিক্ষিকা ওই চারজনের অভিভাবককে দেকে পাঠান। এরপরই ঘটে ‌যায় ওই মর্মান্তিক ঘটনা। শনিবার স্কুলে ব্যাগ রেখে উধাও হয়ে ‌যায় ওই চার ছাত্রী। অনেক খোঁজ খবর করার পরও স্কুলে তাদের কোনও খোঁজ মেলেনি।


এদিন স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কুঁয়োর পাশে ২টি সাইকেলের দেখা মেলে। এরপরই গ্রামবাসীরা পুলিসে খবর দেন। পুলিস এসে এনডিআরএফের সহায়তায় তল্লাশি চালাতেই ৪ জনের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ২ শিক্ষিকারে বরখাস্ত করা হয়েছে।


আরও পড়ুন-প্রাণনাশের আশঙ্কা, ২৪ ঘণ্টার ক্যামেরার সামনে চাঞ্চল্যকর দাবি শুভ্রাংশুর