ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যপমকাণ্ডের তদন্ত শুরু করল সিবিআই। ভোপালে পৌছল চল্লিশ সদস্যের সিবিআই তদন্তকারী দল। এর আগে ব্যপম কেলেঙ্কারির তদন্ত করছিল এসটিএফ। দুই ট্রাক ভর্তি নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেবে বিশেষ টাস্ক ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যপমকাণ্ডে একের পর এক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন ওঠে। মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত। গত সপ্তাহে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এ পর্যন্ত প্রায় ২১০০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪৯১ জন পলাতক।


গত বৃহস্পতিবার ব্যপমকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে তদন্তে শীর্ষ আদালতের নজরদারির প্রয়োজন রয়েছে কিনা, তা ২৪ জুলাইয়ের মধ্যে সিবিআইকে জানাতে বলে সুপ্রিম কোর্ট। মামলা থেকে হাত গুটিয়ে নেওয়ার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্টকেও তিরস্কার করেছিল আদালত। মধ্যপ্রদেশের রাজ্যপাল রামনরেশ যাদবকে কেন সরানো হবে না, সে প্রশ্ন তুলে রাজ্যপাল এবং কেন্দ্রের কাছে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।