Delhi: দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মৃত ৫, আহত ৯
গুদাম তৈরি করার সময়ে ঘটল বিপত্তি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গুদামের দেওয়াল! দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন ৫ শ্রমিক। আহত ৯। ২ জনে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা ঘটল দিল্লিতে। টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছেন, দিল্লির আলিপুর এলাকায় একটি গুদাম তৈরি করা হচ্ছে। ঘড়িতে তখন ১২টা ৪২ মিনিট। রোজকার মতো কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই একটি দেওয়াল ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। শেষ খবর অনুযায়ী, এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
এর আগে, মে মাসে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল কমপক্ষে ২৬ জনের। সেবার পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লেগে গিয়েছিল। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।