জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালায় ভয়ংকর সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু পাঁচ ডাক্তারি পড়ুয়ার। জানা গিয়েছে, সোমবার রাতে পড়ুয়াদের গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে, কেরালার আলাপুজ্জা জেলায়। সংঘর্ষের পরে পাঁচজন শিক্ষার্থী মারা যায় এবং আরও দুজন গুরুতর আহত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিহতদের মধ্যে ছিলেন লাক্ষাদ্বীপের দেবানন্দন এবং মুহাম্মাদ ইব্রাহিম এবং আয়ুশ শাজি, শ্রীদীপ ভালসান এবং মোহাম্মদ জব্বার। তারা আলাপুঝার টিডি মেডিক্যাল কলেজের পড়ুয়া। ঘটনাটি ঘটে রাত ৯টার দিকে। সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। সাত এমবিবিএস পড়ুয়ার দল গাড়ি করে ফিরছিলেন। সেই সময় তাদের তাদের গাড়ির গতি দ্রুত ছিল বলেই অনুমান করা হচ্ছে। সংঘর্ষের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ভিজ্যুয়ালে দেখা গিয়েছে গাড়িটি দুমড়ে-মুচড়ে বিধবাদের সঙ্গে ছিন্নভিন্ন হয়ে গেছে, এবং বাসের বনেটটি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।


আরও পড়ুন:IPS Officer Death: চাকরির প্রথম দিনেই পৌঁছতে পারলেন না অফিসে! সড়ক দুর্ঘটনায় মৃত IPS হর্ষবর্ধন...


পুলিস সূত্রে জানা গিয়েছে, আহতদের বের করার জন্য গাড়ির ছিন্নভিন্ন দেহাংশ কেটে ফেলতে হয়েছিল। আরও জানা গিয়েছে, ঘটনাস্থলেই পাঁচ ছাত্রের মধ্যে তিনজন মারা গেলেও হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। আহত অন্য দুই ছাত্রকে চিকিৎসার জন্য আলাপ্পুঝা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক পড়ুয়ারা প্রথম বর্ষে ছাত্র ছিলেন।


অন্যদিকে, পুলিস আরও জানিয়েছেন যে বাসের চারজন যাত্রী - যা গুরুভায়ুর থেকে কায়মকুলামে যাচ্ছিল - সামান্য আহত হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। স্থানীয়রা জানিয়েছে যে গাড়িটি প্রথমে একটি গাড়িকে ওভারটেক করছিল, তারপরে এটি ব্রেক প্রয়োগ করে, স্কিড করে এবং সরকারি বাসে ধাক্কা মারে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)