১) ২১ বছর বয়েসে সিনাকে মুম্বইয়ে নিয়ে আসেন ইন্দ্রাণী। সেই সময় ইন্দ্রাণী তাঁর স্বামী পিটারের কাছে সিনাকে তার বোন হিসেবে পরিচয় করায়। অবাক করা কথা হল কেউ সিনার হারিয়ে যাওয়া নিয়ে পুলিসের কাছে কোনও অভিযোগ করেনি। এই বিষয়ে তিন বছর পিটার একবারও পুলিসের সঙ্গে কথা বলেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২) ইন্দ্রাণীর আগের পক্ষের বিয়ে হয়েছিল ত্রিপুরায়, সে থাকত কলকাতায়।


৩) সিনা মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ত, পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। পিটারের আগের পক্ষের স্ত্রী-র ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সিনা।


৪) ইন্দ্রাণীর কাকা জানায়, ইন্দ্রাণীর কোনও বোন নেই।
 
৫) ইন্দ্রাণীর এক ছেলে মুম্বই এয়ারলাইন্সে কাজ করে। প্রকাশ্যে সেভাবে আসে না, দাদু-ঠাকুমার সঙ্গেই থাকে।