ওয়েব ডেস্ক : টানা বর্ষণ ও ধস নেমে হিমাচল প্রদেশে যাত্রী বোঝাই দুটি বাস ভেসে গেল। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ প্রায় ৫০ জন। তাদের উদ্ধারের কাজ চলছে জোরকদমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার গভীর রাতে মান্ডি জেলার কোটরোপিতে হয় দুর্ঘটনাটি। হিমাচল প্রদেশের পরিবহণমন্ত্রী জি এস বালি এই দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, ''রাত ২টো থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকার ফলে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।''


জানা গেছে, গতকাল গভীররাতে একটি বাস মানালি থেকে ছাম্বা যাচ্ছিল। অপরটি মানালি থেকে কাটরা যাচ্ছিল। সেই সময় প্রবল বর্ষণে ধস নামে সেখানে। উদ্ধারকাজে রয়েছে জেলা প্রশাসন ও NDRF-এর দল। ধসের ফলে জাতীয় সড়ক ২১ ও জাতীয় সড়ক ১৫৪ বন্ধ রয়েছে।


আরও পড়ুনসোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ ২, বান্দিপোরায় পুলিসের টহলদারি গাড়িতেও হামলা