নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির পাশেই দাঁড়ালেন সংখ্যাগুরু দেশবাসী। সম্প্রতি আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা পিউ-র রিপোর্টে দাবি করা হয়েছে, কাশ্মীরকে জঙ্গিমুক্ত করতে সেনাবাহিনীর ওপরেই ভরসা রেখেছেন ৬৩ শতাংশ জনতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত প্রায় দেড় বছর ধরে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। কাশ্মীর পরিস্থিতি মোকাবিলায় সেনার ওপরেই ভরসা রেখেছে মোদী সরকার। সমান্তরালভাবে শুরু হয়েছে আলোচনার প্রক্রিয়ায়। কাশ্মীর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ব্যবহারের মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ৬৩ শতাংশ দেশবাসী।  



রিপোর্ট অনুসারে দক্ষিণ কাশ্মীরের বাসিন্দাদের পাকিস্তানের প্রতি ঝোঁক এখনো কাটেনি। সেখানকার মাত্র ৩৬ শতাংশ মানুষ ভারতের পক্ষে মত পোষণ করেছেন। পূর্ব কাশ্মীরে ৬৮ শতাংশ, পূর্ব কাশ্মীরে ৬৯ শতাংশ ও উত্তর কাশ্মীরের ৭৭ শতাংশ মানুষ ভারতের পক্ষে মত দিয়েছেন। 


আরও পড়ুন - অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা, মুকুলের অভিযোগের প্রেক্ষিতে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক


সমীক্ষা বলছে, দক্ষিণ ভারতের ৩০ শতাংশ মানুষ পাকিস্তানের পক্ষে মত দিয়েছেন।  উত্তর ভারতের ৬ শতাংশ ও পূর্ব ভারতের ৩ শতাংশ মানুষ পাকিস্তানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। 



চলতি বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ২,৪৬৪ জনের ওপর এই সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা পিউ।