নিজস্ব প্রতিবেদন: আকাশ ভাঙা বৃষ্টি। আগে থেকে ছিল না পূর্বাভাস। কার্যত কোনওরকম সতর্কতা ছাড়াই সচল ছিল বাণিজ্যনগরীর জনজীবন। কিন্তু, প্রবল ভারী বর্ষণে জল জমে থাকায় স্তব্ধ হয়ে পড়ে শহর। আর এই বিরাট বৃষ্টির জেরে ধস নামল মুম্বইয়ে। ঘটনাস্থলে চাপা পড়ে মৃত্যু ১১ জনের। আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল গভীর রাতে ও আজ ভোরে বেশ কয়েক ঘন্টা শহর ও শহরতলিতে বজ্রগর্ভ বর্ষণে মুম্বইয়ের চেম্বুর এলাকায় ধস নামে। ভেঙে পড়ে বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও ৮ জনের আটকে থাকার আশঙ্কা। 


আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও উদ্ধারকার্য চলছে। 



বৃষ্টিপাতের কারণে জলের তলায় চুনাভাট্টি , দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোড।



 একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। নিচু এলাকায় জল জমে থাকায় স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। মিঠি নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় আড়াইশো মানুষকে সরাতে হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)