রাজস্থানে বাজের আঘাতে ৬ মহিলা সহ সাতজনের মৃত্যু
রাজস্থানের বারান জেলায় পৃথক দুটি বজ্রপাতের আঘাতে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬জন মহিলা। আরও পাঁচজন মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। মাঠে চাষ করতে গিয়েছিলেন জনা ১২ মহিলা। সেখানেই বাজের আঘাতে মারা যান ওই ৬ জন। মৃতদেহগুলো শনাক্ত করতে বেশ কষ্ট হচ্ছিল বলে, এক পুলিসকর্তা জানান। প্রতিটি দেহই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ওয়েব ডেস্ক: রাজস্থানের বারান জেলায় পৃথক দুটি বজ্রপাতের আঘাতে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬জন মহিলা। আরও পাঁচজন মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। মাঠে চাষ করতে গিয়েছিলেন জনা ১২ মহিলা। সেখানেই বাজের আঘাতে মারা যান ওই ৬ জন। মৃতদেহগুলো শনাক্ত করতে বেশ কষ্ট হচ্ছিল বলে, এক পুলিসকর্তা জানান। প্রতিটি দেহই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- কালো টাকা পুনরুদ্ধারে কেন্দ্রের আয়কর সংক্রান্ত নতুন স্কিম সফল
ঘটনার পর গোটা গ্রামে শোকের পরিবেশ। এলাকায় বেশিরভাগ মানুষই বিপিএল তালিকাভুক্ত।
স্থানীয় বিধায়ক প্রতাপ সিং সিংভি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপরূণের ঘোষণা করেন। মৃত শ্রমজীবীদের নাম হল চান্দবাই, সীমা, মানবাহার, সন্তোষ, বালচাঁদিলবাই।