নিজস্ব প্রতিবেদন : প্রায় প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। এভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৭,৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতে এই মুহূর্তে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্য দিকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে এর আগেই চিনকে পেরিয়েছিল ভারত। এবার মৃত্যু সংখ্যাতেও চিনকে ছাপিয়ে গেল পরিসংখ্যান। ভারতে করোনাভাইরাসে মোট ৪,৭০৬ জন প্রাণ হারিয়েছেন। তুলনামূলকভাবে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী চিনে  করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪,৬৩৪। 


ওয়ার্ল্ডোমিটারের তালিকা বলছে এই মুহূর্তে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান নবম। চিনের স্থান পঞ্চোদশতম। অর্থাত্ বিশ্বের ১৪টি দেশে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা উত্স দেশের থেকেও অনেকটাই বেশি। 
আরও পড়ুন: বিশ্বের উষ্ণতম রাজস্থানের চুরু! তালিকার ১৫টি উষ্ণতম অঞ্চলের মধ্যে ১০টি-ই রয়েছে ভারতে!


তবে, একই সঙ্গে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হারের ক্রমাগত বৃদ্ধি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৭১,১০৬ জন এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন।