সংবাদ সংস্থা: আলোর উত্সবের আনন্দ দ্বিগুণ হয়ে উঠতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বাড়ার ঘোষণা আগেই করেছে কেন্দ্র, এবার অন্যান্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য আসতে পারে সেই সুখবর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর,  ১ অগাস্ট থেকেই সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত হারে বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মেলার পরই ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন আড়াই লক্ষ টাকা করা হয়। কিন্তু ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার দাবি তোলেন কেন্দ্রীয় কর্মচারীরা। এই নিয়ে গত ৭ অক্টোবর ন্যাশানাল অ্যানোমালি কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। ওয়ান ইন্ডিয়া ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসেই হতে চলেছে ওই বৈঠক। প্রতিবেদনে আরও দাবি, ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করতে চলেছে কেন্দ্র।  সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর, সব স্তরের কেন্দ্রীয় কর্মীদের বেতনই ২.৫৭ গুণ বেড়েছে। উপকৃত হয়েছেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫৩ লক্ষ পেনশনভোগী।