নিজস্ব প্রতিবেদন: ২০১৭ সালের ১ লা জুলাই দেশ জুড়ে পণ্য ও পরিষেবা কর চালু হলেও, এ বিষয়ে সাধারণের মনে প্রশ্নের অন্ত নেই। ব্যবসায়ী থেকে আম জনতা, সকলের মনেই জিএসটি নিয়ে জমে রয়েছে গুচ্ছ প্রশ্ন। সুযোগ পেলেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁরা মেলে ধরছেন মনের অন্ধকার। এবার সেই আঁধার ঘোচাতে টুইটারে বা ই-মেলে জিএসটি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে ৮ 'টেকস্যাভি' আধিকারিককে বিশেষ দায়িত্ব দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্থমন্ত্রকের বিভিন্ন ডাইরেক্টরে কর্মরত এই ৮ অফিসারই অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদার। রাজ করণ আগরওয়াল, রজনী শর্মা, রৌণক জামিল আনসারি, শান্তনু, বুল্ল মামু, হীরা লাল, মনীশ চৌধুরি এবং অংশিকা আগরওয়ালকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।



রাজ করণ আগরওয়ালের টুইটার হ্যান্ডেল