সিয়াচেন হিমবাহে তুষারধস, আটকে পড়েছেন ৮ সেনা জওয়ান
সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, `সিয়াচেনে ১৮,০০০ - ১৯,০০০ ফুট উচ্চতায় টহল দিচ্ছিলেন জওয়ানরা। তখনই তুষারধস নামে। আটকে পড়া জওয়ানদের উদ্ধার করতে অভিযান শুরু হয়েছে।`
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে তুষারধসে ভারতীয় সেনার বেশ কয়েকজন সদস্য আটকে পড়েছেন বলে খবর মিলেছে। সোমবার সিয়াচেন হিমবাহে টহলদারির সময় ঘটনাটি ঘটে।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা ৩টে নাগাদ সিয়াচেনের উত্তর হিমবাহে টহলদারির সময় ঘটনাটি ঘটে। সেই সময় ১৮,০০০ ফুট উচ্চতায় টহল দিচ্ছিলেন ভারতীয় সেনার ৮ জওয়ান। তুষারধস নামায় আটকে পড়েছেন তাঁরা সবাই।
সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, 'সিয়াচেনে ১৮,০০০ - ১৯,০০০ ফুট উচ্চতায় টহল দিচ্ছিলেন জওয়ানরা। তখনই তুষারধস নামে। আটকে পড়া জওয়ানদের উদ্ধার করতে অভিযান শুরু হয়েছে।'
রাজ্য-রাজ্যপাল বিতর্কে মুখে কুলুপ আঁটল রাজ্য বিজেপি
শীতকালে সিয়াচেন হিমবাহে তুষারধস কোনও নতুন জিনিস নয়। ভূপৃষ্ঠ থেকে ২০,০০০ ফুট উচ্চতায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অতন্দ্র প্রহরায় থাকেন ভারতীয় সেনার জওয়ানরা। গত অগাস্টে ভারত সরকার জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাসের পর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্ভুক্ত হয়েছে এই হিমবাহ।