Delhi Crime: ধর্ষণে বাধা! আর্মি কোয়ার্টারে উদ্ধার আট বছরের মেয়ের নিথর দেহ...
Delhi minor murder: মঙ্গলবার সকালে শঙ্কর বিহার মিলিটারি স্টেশনের একটি খালি বাড়িতে গলায় দড়ি জড়ানো অবস্থায় পাওয়া যায়। পুলিস সেখানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকেই কর্মকর্তারা ১৯ বছরের অভিযুক্তকে শনাক্ত করে। ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার সাহায্যে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দিল্লি! সোমবার সন্ধ্যেবেলায় নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় আট বছরের মেয়ে। নিখোঁজ হওয়ার একদিন পরই দিল্লির আর্মি ক্যান্টনটনমেন্ট এলাকা থেকে মৃত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাড়ি দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারে। সেখানের প্রতিবেশী এক কিশোর তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। বাধা দেওয়ায় সে তাঁকে শ্বাসরোধ করে খুন করে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শঙ্কর বিহার মিলিটারি স্টেশনের একটি খালি বাড়িতে গলায় দড়ি জড়ানো অবস্থায় পাওয়া যায়। পুলিস সেখানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকেই কর্মকর্তারা ১৯ বছরের অভিযুক্তকে শনাক্ত করে। ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার সাহায্যে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়।
পুলিসি জেরার সময় অভিযুক্ত তাঁর অপকর্মের কথা স্বীকার করে। সে প্রকাশ করে যে, নির্যাতিতা তাকে দাদা বলে ডাকত। এক ফাঁকা জায়গায় সে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছ। যখন নির্যাতিতা বাধা দেয়, তখন সে তাকে শ্বাসরোধ করে খুন করে।
আরও পড়ুন:Awas Yojana: প্রতিবাদ করায় খুনের হুমকি! আবাসের টাকা হাতানোর অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে...
পুলিসকে বিভ্রান্ত করার জন্য, অভিযুক্ত নাবালিকার গলায় স্কার্ফ বেঁধে সেটিকে আত্মহত্যার মামলা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিস আরও জানায়, রাত ১টার দিকে নির্যাতিতার বাবা-মা স্থানীয় পুলিসকে ফোন করেন। সকাল ৮টার দিকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পুলিস। নির্যাতিতা এবং তার পরিবারের বিচারের দাবিতে পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা শঙ্কর বিহারের কাছে প্রধান সড়কে বিক্ষোভ দেখান।
বিক্ষুব্ধ বাসিন্দারা আর্মি ক্যাম্পাসের মধ্যে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং এমনকি ট্র্যাফিক অবরোধ করার চেষ্টা করেছিল কিন্তু অবশেষে স্থানীয় পুলিসের কাছ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে শান্ত হয়। অন্যদিকে, সেনাবাহিনী এই সময়ে শোকাহত পরিবারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। সামরিক স্টেশনের একজন মুখপাত্র বলেছেন, 'আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)