নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিল রেল। অফিস টাইমে ৯৫ শতাংশ ট্রেন বাড়ানোর কথা ঘোষণা করল রেল। শুক্রবার রেল-রাজ্য বৈঠকে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউনের পর গতকাল, বুধবার থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। আর প্রথম দিনেই উপচে পড়েছে ভিড়। নিউ নর্মালে ৪৬ শতাংশ ট্রেন চালাচ্ছে রেল। তার ফলে ভিড় আরও বেড়েছে বলে মনে করছে প্রশাসন। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,''ঠাসাঠাসি এড়াতে ট্রেনের সংখ্যা আরও বাড়াতে হবে।'' সে কথা স্মরণ করিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন,''জনস্বাস্থ্যের কথা ভেবে ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন করেছিলাম। ট্রেন বাড়াচ্ছে রেল।''


এ দিন রেল-রাজ্য বৈঠকে স্থির হয়েছে, ব্যস্ত সময়ে ১০০ শতাংশ ট্রেন থাকবে। চিফ অপারেশন ম্যানেজার ইউকে বল এ দিন,''১০০ শতাংশ না হলেও, অন্তত ৯৫% ট্রেন চালাব। আগামিকাল, শুক্রবার থেকে অফিস টাইমে আগের মতোই ট্রেন চলবে। তিনি আরও বলেন,''১১ তারিখের অভিজ্ঞতা থেকে বুঝেছি পরিষেবা বাড়াতে হবে। ৭৫ শতাংশের মতো ট্রেন চলছে। যদিও ৪৬ শতাংশ চালানোর পরিকল্পনা করেছিলাম। কিছু ট্রেন বেশি চালানো হয়েছে। সকাল-সন্ধে এবার ৯৫ শতাংশ ট্রেন চালাব।''


নিউ নর্মালে রেলের যাত্রী সংখ্যা কমেছে। প্রতিদিন হাওড়া ও শিয়ালদহে ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ১১ নভেম্বর ১০ লক্ষ যাত্রী বহন করেছে রেল। অর্থাৎ এক তৃতীয়াংশ যাত্রী হয়েছে। সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও কার্যত স্বীকার করেছেন রেল কর্তারা।  প্রতি ট্রেনে গড়ে ১২০০-র কাছাকাছি যাত্রী ছিল বুধবার। ব্য়স্ত সময়ে তা আরও বেশি। আগে গড়ে ২২০০ যাত্রী যাতায়াত করতেন। তবে রেলের দাবি, অফিস টাইমে ভিড় ছিল। তবে অনেক ট্রেনই খালি গিয়েছে। স্কুল, কলেজ বন্ধ থাকাতেও যাত্রী কমেছে।


আরও পড়ুন- ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার কবলে ভারত, রিপোর্ট RBI-র