ওয়েব ডেস্ক: "ইন্দিরা গান্ধীর জীবনের সব কাহিনী বলতে গেলে আমাকে আরও কয়েকবার জন্মাতে হবে" ইন্দিরার ৯৯তম জন্মদিনে শাশুড়ির সম্পর্কে বলতে গিয়ে ঠিক এমনই বললেন পুত্রবধূ সোনিয়া গান্ধী। আজ দেশের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯১৭ সালের ১৯শে নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরুর কোল আলো করে আসেন ইন্দিরা। পরবর্তীকালে যাঁর লেখাপড়ার পর্ব চলবে 'গুরুদেব' রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে।


আরও পড়ুন- কেন্দ্র কি নোট বদল বন্ধ করে দেবে? অর্থমন্ত্রকের অলিগলিতে শোনা যাচ্ছে গুঞ্জন


১৯৬৬ থেকে টানা ১৯৭৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কুর্সিতে ছিলেন ইন্দিরা। তারপর সাময়িক বিরতি। আবার দেশের শাসন ক্ষমতা হাতে পান ১৯৮০তে যা শেষ হয় ১৯৮৪তে তাঁর হত্যার মধ্যে দিয়ে।


আজ, দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি তাথা ইন্দিরার অত্যন্ত স্নেহভাজন প্রণব মুখার্জীর হাত দিয়ে ইন্দিরার সম্পর্কে একটি ওয়েবসাইট চালু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও।


আরও পড়ুন- নোট বাতিলের ধাক্কায় বন্ধ খবরের কাগজ