জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেলফি তুলতে গিয়ে কখন যে হেলিকপ্টারের খুব কাছে চলে এসেছিলেন, খেয়ালই করেননি! তারপর? ব্লেডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল সরকার আধিকারিকের দেহ! মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, মৃতের নাম অমিত সৈনি। উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দফতরের ফিনান্সিয়াল কন্ট্রোলার পদে কর্মরত ছিলেন তিনি। পিছনের দিকে ব্লেডটি তখনও চালু ছিল। এদিন কেদারধামের হেলিপ্যাডে কপ্টার নামার পর সেলফি তুলে যান অমিত। তখনই ঘটে দুর্ঘটনা।


কীভাবে? সেলফি তুলে এতই মগ্ন ছিলেন যে, নিজের অজান্তেই হেলিকপ্টারের ব্লেডের একেবারেই কাছে চলে যান ওই সরকারি আধিকারিক। এরপর মুহূর্তে মধ্যেই সেই ব্লেডে আঘাতেই দেহ থেকে মুণ্ড আলাদা হয়ে যায় তাঁর! ঘটনার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা।


আরও পড়ুন: The Kochi Water Metro: ভারতে প্রথম! এবার জলেও চলবে মেট্রো রেল, উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী...


শনিবার থেকেই ফের শুরু হয়েছে চারধাম যাত্রা।  কেদারনাথ যাত্রা অবশ্য শনিবার থেকে। এদিন কেদারনাথ এবং যমুনোত্রীতে তুষারপাতের জন্য আটকে পড়লেন পর্যটকরা, তখন হেলিপ্য়াডে দুর্ঘটনার কবলে পড়লেন খোদ সরকারি আধিকারিকই।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)