জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিমলায় মঙ্গলবার রাত থেকে মেঘভাঙা বৃষ্টি। বৃষ্টিতে বুধবার সকালে ঢালিতে ধস নেমে মৃত্যু হয় বছর ১৪-র এক কিশোরীর। গুরুতর আহত আরও দুই। আহতদের চিকিৎসার জন্য আইজিএমসি শিমলায় ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিহত হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই তিনজন রাতে তাঁবুতে ঘুমচ্ছিলেন। সকালে তাঁবুর উপর পাথর পড়ে। ঘটনায় কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। 


মেয়েটির কাকা জানিয়েছেন, তাঁরা এখানে দেশি ওষুধ বিক্রি করতেন এবং শিশুরা তাঁবুর ভেতরে ঘুমচ্ছিল। সকালের ধসে মৃত্যু হয় মেয়েটির।


আরও পড়ুন: Bhagwant Mann Marriage: ফের বিয়ের পিঁড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান, পাত্রীকে চিনুন...


শিমলায় মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই কারণে ধসের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে,সেখানে রাস্তা চওড়া করার জন্য পাহাড় কাটা হয়েছে। ধসের কবলে পড়ে কিছু যানবাহনও। দুর্ঘটনার জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েছেন পর্যটকরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)