ওয়েব ডেস্ক: প্রতিভা পাটিলের পর কী আরও একবার ভারত পেতে চলেছে মহিলা রাষ্ট্রপতি? ইঙ্গিত তেমনই। এখনও কোনও ঘোষণা না থাকলেও এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) জোটের প্রাথমিক পর্যালোচনায় উঠে এসছে তিন নেত্রীর নাম। দ্রৌপদি মুর্মু, সুমিত্রা মহাজন এবং সুষমা স্বরাজ। বিজেপির পছন্দের তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, এনডিএ-এর পছন্দের তালিকায় থাকা তিন নেত্রীর মধ্যে কণিষ্ঠতম হলেন দ্রৌপদি মুর্মু। ৫৮ বছরে মুর্মু এখন ঝাড়খণ্ডের রাজ্যপাল। 


এনডিএ-এর দ্বিতীয় পছন্দ সুমিত্রা মহাজন বর্তমানে লোকসভার স্পিকার। ৭৪ বছর বয়সী এই নেত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও মন্ত্রী ছিলেন। 


আর সুষমা স্বরাজ মোদী মন্ত্রীসভার বিদেশ মন্ত্রকের দায়িত্বভার সামলাচ্ছেন। বিজেপির মন্ত্রীসভায় সুষমা স্বরাজই ছিলেন সর্বকনিষ্ঠা সাংসদ যিনি ২৫ বছর বয়সেই মন্ত্রী হয়েছিলেন।