নিজস্ব প্রতিবেদন— করোনা সংক্রমণের জেরে সারা বিশ্ব এখন থরহরি কম্প। তার উপর মানুষ্র বিরক্তি বাড়িয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে আবার বিয়ে! কিন্তু বিয়ে হল। বর এল পুলিসের জিপে চড়ে। পুলিসের জিপে করেই এল বরযাত্রীও। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজধানী। ঘটনাস্থল দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরি এলাকা। ছেলের বিয়ে, কিন্তু ছেলে বিয়ে করতে যাবে কীভাবে! আগত্যা বাবা নরেশ আহলুওয়ালিয়া শরনাপন্ন হয়েছিলেন কালকাজি পুলিস স্টেশনের। নিরাশ করেনি পুলিস। বিয়ের দিন পুলিসের জিপে করেই ছাদনাতলায় গেল পাত্র কৌশল। সঙ্গী বাবা, মা ছাড়া আরও দুই পুলিসকর্মী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন— দোকানদার, ছোট ব্যবসায়ীদের জন্য আর্থিক সহায়তা চেয়ে মোদীকে চিঠি সোনিয়ার


আগে থেকেই দক্ষিণ গ্রেটার কৈলাশ-১ এলাকার ওই মন্দিরে মেয়ে পুজা ও পুরুতমশাইকে নিয়ে উপস্থিত ছিলেন মেয়ের বাবা। সামাজিক দূরত্ব বজায় রেখেই পুলিসের উপস্থিতিতে বিয়ে সারলেন পুজা ও কৌশল। ফের পুলিসের গাড়িই ওদের পৌঁছে দিল বাড়িতে। এই বিষয়ে এক পুলিস আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব দিল্লির নরেশ আহলুহালিয়া তাঁর ছেলেকে কৈলাশ-১ এর আর্য মন্দিরে পৌঁছে দিতে অনুরোধ করেন। তারপর কালকাজি থানার সাহায্যে বিয়ে করতে যেতে পেরেছেন ওই যুবক।লকডাউনের জেরে বন্ধ জমায়েত, গণপরিবহণ। এই মুহুর্তে বিয়ে কার্যত অসম্ভব। কেউ কেউ তো অনলাইনেই বিয়ে সারছেন। এই সময় পুলিসের সাহায্যে বিয়ে করার এই ঘটনা একেবারে নজিরবিহীন।