ওয়েব ডেস্ক: তিনি ধর্ষণ করেননি, তবুও জোর করে তাঁকে দিয়ে স্বীকার করিয়ে নেওয়া হয়েছিল যে সেই ধর্ষক। জেল খাটতে হল ৮ বছর। অবেশেষে ভেঙেছে ভুল। স্বীকার করে নেওয়া হয়েছে যে, ভুল হয়ে গিয়েছিল বিলকুল। কিন্তু যার সঙ্গে এমন চরম অন্যায় হল অন্ধ্রপ্রদেশের সেই সত্যম বাবু কোনও মতেই 'শুকনো ভুল স্বীকারে' খুশি নয়। তাঁর দাবি, ক্ষতিপূরণ চাই ১০ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সত্যম নিজে জানিয়েছেন যে, ২০০৯ সালে একটি ধর্ষণের ঘটনায় তাঁকে গ্রেফতার করে পুলিস। কিন্তু প্রথম থেকেই বারংবার পুলিসকে তিনি বলেছিলেন যে তিনি সে কাজ করেননি। কিছু জানেনও না ওই বিষয়ে। কিন্তু তবুও পুলিসই নাকি জোর করে তাঁরে স্বীকার করতে বাধ্য করায়। তবুও রাজি হচ্ছিলেন না সত্যম। শেষে পুলুস নাকি সত্যম বাবুর বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিয়ে রাজি করায় তাঁকে। কিন্তু শেষ অবধি বিচার পেলেন সত্যম। এখন তিনি মুক্ত, তবে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে বিনা অপরাধে আট বছর জেল খাটার গ্লানি। তাই অন্তত টাটা দিয়ে সেই জ্বালা জুড়াতে চান তিনি। নিজেই গ্লানি বোলার দাম হেঁকেছেন ১০ কোটি।



শেষ পর্যন্ত সত্যমের আর্জি কতটা মান্যতা পাবে তা জানা নেই। কিন্তু সমাজের একটা বড় অংশই মনে করছে, অন্ধ্রের এই যুবকের দাবি যথেষ্ট সঙ্গত (টাকার অঙ্ক যাই হোক)। সমাজে আইনের শাসন, বিচার বিভাগের প্রতি আস্থা এবং অবশ্যই লিঙ্গ সাম্য রক্ষা করতে তাঁর দাবি পূরণ হওয়া প্রয়োজন। (আরও পড়ুন- চায়ের দোকানে বসেই তলিয়ে গেলেন বাবা-ছেলে)