নিজস্ব প্রতিবেদন: শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরুটের এক মহিলা। তাঁকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিট-এ (আইসিইউ)। সে সময়ই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিস। এর মধ্যে এক জন মহিলাও রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস অফিসার হরিমোহন সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই মহিলা। রবিবার, হাসপাতালের কয়েক জন্য কর্মী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন। ওই মহিলার স্বামী আরও অভিযোগ করেন, রোগীকে তড়ঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয়। এর পর তাঁকে বেহুঁশের ইঞ্জেকশন দেওয়া হয়। পুলিসকে মহিলার স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে হাসপাতালের ৩ কর্মী।


আরও পড়ুন- লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতলে দীপাবলি পালন হবে পাকিস্তানে: বিজয় রুপানি


তদন্তে নেমে দেখা গিয়েছে, যে সময়ে ধর্ষণের অভিযোগ উঠেছে, ওই সময়ের সিসিটিভি ফুটেজ মেলেনি। এর ফলে অভিযোগ আরও জোরালো হয় পুলিসের কাছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারায় এফআইআর করেছে পুলিস। দ্রুত তদন্তের জন্য স্পেশাল তদন্তকারী দল-ও (সিট) গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।