ওয়েব ডেস্ক: আসামান্য মেধার স্বীকৃতি হিসাবে ভারতীয় কিশোরী সাহিথি পিঙ্গালির নামে ছায়াপথের একটি গ্রহের নামকরণের সিদ্ধান্ত নিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। বেঙ্গালুরুর বাসিন্দা ১৬ বছর বয়সী দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাহিথি এবার আইএসইএফ-এ ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। আইএসইএফ হল বিশ্বের সবচেয়ে বড় 'প্রি-স্কুল' বিজ্ঞান প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় সাহিথি একটি মোবাইল অ্যাপলিকেশন 'ডেভলপ' করে যার সাহায্যে হ্রদ দূষণ সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এই কাজেরই স্বীকৃতি স্বরূপ গ্রহের নামকরণ। সাহিথির এই অসাধারণ সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত তার শিক্ষক-শিক্ষিকা এবং পরিবার পরিজন। (আরও পড়ুন- পড়ুয়ার সুপ্ত প্রতিভা খুঁজতে নয়া চমক আইসিএসসির পঠন পদ্ধতিতে)