রাষ্ট্রপতির বেতন হোক মাসিক ৫ লাখ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে মুখে `কুলুপ` প্রধামন্ত্রীর দফতরের
বেতন বাড়াতে হবে রাষ্ট্রপতির, প্রস্তাব এসেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। অথচ সেই প্রস্তাবে কোনও রকম কর্ণপাতই করছে না প্রধামন্ত্রীর দফতর। বর্তমান সময়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের মাসিক বেতন ১ লাখ ৫০ হাজার টাকা। রাষ্ট্রপতির বেতন ২০০ শতাংশেরও বেশি বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
ওয়েব ডেস্ক: বেতন বাড়াতে হবে রাষ্ট্রপতির, প্রস্তাব এসেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। অথচ সেই প্রস্তাবে কোনও রকম কর্ণপাতই করছে না প্রধামন্ত্রীর দফতর। বর্তমান সময়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের মাসিক বেতন ১ লাখ ৫০ হাজার টাকা। রাষ্ট্রপতির বেতন ২০০ শতাংশেরও বেশি বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বাড়ছে ক্যাবিনেটের সচিবদের। সরকারের সর্বোচ্চ পদাধিকারী আমলাদের বেতন প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা হবে। যা বর্তমানে রাষ্ট্রপতির বেতনের থেকে ১ লাখ টাকা বেশি। সেই কারণেই রাষ্ট্রপতির বেতন বৃদ্ধির জন্য আর্জি করছে স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রস্তাবে কোনও রকম সবুজ সংকেত দেয়নি প্রধামন্ত্রীর দফতর। ফাইল বন্দি হয়ে রয়েছে রাষ্ট্রপতির বেতন বৃদ্ধির প্রস্তাব। শুধু বেতন বৃদ্ধিই নয়, রাষ্ট্রপতির আরও নানাবিধ সুযোগ সুবিধার কথাও প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যেমন-
রাষ্ট্রপতি ভবনের দেখভাল করার জন্য থাকবে ২০০ জন পেশাদার কর্মী।
রাষ্ট্রপতির কাজ পরিচালনার জন্য সচিব পর্যায়ে থাকবেন ৫ জন সরকারি আধিকারিক।
রাষ্ট্রপতি ভবন ছাড়াও ছুটি কাটানোর জন্য রাষ্ট্রপতিকে দেওয়া হবে আরও দুটি ম্যানসন। যার একটি হায়দরাবাদের রাষ্ট্রপতি নিলায়ম এবং অন্যটি শিমলার রিট্রিট বিল্ডিং।
রাষ্ট্রপতি যে গাড়িটিতে চড়বেন সেটি হবে বিলাসবহুল এবং নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া মার্সিডিজ বেঞ্জ এস৬০০ (বুলেট প্রুফ)। দাম ২০ থেকে ২৫ কোটি টাকা।
পৃথিবীর যেকোনও স্থানেই নিখরচায় ঘুরতে পারবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির অফিসের নানান খরচের জন্য সরকার বরাদ্দ করবে মাস প্রতি ৬০ হাজার টাকা।
রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে মজুত থাকবে ৮৬টি ম্যাজেস্টিক ঘোড়া।
এরপর 'রাষ্ট্রপতির চাকরি' থেকে অবসর নেওয়ার পর একজন প্রাক্তন রাষ্ট্রপতি পাবেন আরও যে যে সুবিধা-
প্রতি মাসে ৭৫ হাজার টাকার পেনশন।
একটি বাংলো দেওয়া হবে তাকে, যা একাবারে বিনামূল্যে।
যোগাযোগের জন্য দেওয়া হব দুটি ল্যান্ডলাইন সহ দুটি মোবাইল ফোন।
ব্যক্তিগত ৫ জন কর্মীসহ প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে থাকবে একজন প্রাইভেট সেক্রেটারি।
ভারতের যেকোনও রেল সফরে কোনও টাকাই লাগবে না।
এছাড়াও যে গাড়িতে তিনি চড়বেন তাতে ২৫০ লিটার তেল প্রতিমাসে বরাদ্দ থাকবে।