নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকালে দিল্লির রোহিণী কোর্ট কমপ্লেক্সে আতঙ্ক ছড়ায়। দুই আইনজীবীর মক্কেলদের মধ্যে লড়াইয়ের সময় নাগাল্যান্ড পুলিসের এক কর্মীর অস্ত্র থেকে গুলি চালে যায়। পুলিস সূত্রে এই খবর জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিস।


পুলিসের একজন কর্মকর্তা জানান, দুই আইনজীবীর মক্কেলের মধ্যে মারামারি হয় রোহিণী কোর্টে। নাগাল্যান্ড পুলিসের এক কর্মী ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনার সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সেই সময় তার সঙ্গে থাকা অস্ত্র থেকে একটি গুলি চালানো হয়।


জানা গেছে যে গুলিটি মাটিতে লাগে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি। পুলিসের আধিকারিক জানিয়েছেন, ভুলবশত এই গুলি চালান হয়েছিল কীনা তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হয়েছে।


আরও পড়ুন: Rajasthan Congress: বড় পরিবর্তন রাজস্থান কংগ্রেসে! ইঙ্গিত সচিন-সোনিয়া বৈঠকে


আরও পড়ুন: Boris Johnson: গান্ধী আশ্রমের 'ভিজিটর্স বুকে' কী লিখলেন বরিস জনসন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)